সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
আবেদনের সহিত নিম্নোক্ত কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে) সংযুক্ত করতে হবে |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
ছবিসহ ভোটার তালিকায় নাম স্থানান্তর। |
নির্ধারিত “ফরম-১৩” এর মাধ্যম সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার (যে এলাকায় আসতে ইচ্ছুক) বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে স্বশরীরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র দাখিল করতে হবে। |
(১) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (২) চেয়ারম্যান/মেয়র/প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, (৩) পৌরকর রশিদ/চৌকিদারী কর রশিদ (৪) বিদ্যুৎ/টেলিফোন/গ্যাস বিলের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) (৫) চাহিত এলাকার বাসিন্দা মর্মে সংশ্লিষ্ট এলাকার মেম্বার/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। |
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS