Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

New Voter Registration

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

আবেদনের সহিত নিম্নোক্ত  কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে)

সংযুক্ত করতে হবে

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

০১-০১-২০০৫ এর পূর্বে জন্ম তারিখ যোগ্য বাংলাদেশী নাগরিকগণকে ছবিসহ ভোটার তালিকায় অর্ন্তভূক্তকরণ।

নির্ধারিত ”ফরম-২” অনলাইনে পুরণ  করতঃ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

  (১) অন-লাইন জন্ম নিবন্ধন সনদ,

  (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে),

  (৩) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি

  (৪) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

  (৫) ১৯ বা তার বেশি বয়স্ক নাগরিকগণের ক্ষেত্রে দেশের অন্য কোথাও ভোটার হননি মর্মে প্রত্যয়ন, যা সংশ্লিষ্ট এলাকার মেম্বার এবং চেয়ারম্যান কর্তৃক সুপারিশকৃত

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।

 

বি:দ্র: ছবি তোলা তারিখ , সময় ও স্থান ফরম জমা দানের সময়  জেনে নিতে হবে।