সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
আবেদনের সহিত নিম্নোক্ত কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে) সংযুক্ত করতে হবে |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
০১-০১-২০০৫ এর পূর্বে জন্ম তারিখ যোগ্য বাংলাদেশী নাগরিকগণকে ছবিসহ ভোটার তালিকায় অর্ন্তভূক্তকরণ। |
নির্ধারিত ”ফরম-২” অনলাইনে পুরণ করতঃ সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। |
(১) অন-লাইন জন্ম নিবন্ধন সনদ, (২) পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি বা সমমান পরীক্ষার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), (৩) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি (৪) স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটৌকপি (প্রযোজ্য ক্ষেত্রে) (৫) ১৯ বা তার বেশি বয়স্ক নাগরিকগণের ক্ষেত্রে দেশের অন্য কোথাও ভোটার হননি মর্মে প্রত্যয়ন, যা সংশ্লিষ্ট এলাকার মেম্বার এবং চেয়ারম্যান কর্তৃক সুপারিশকৃত |
বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।
বি:দ্র: ছবি তোলা তারিখ , সময় ও স্থান ফরম জমা দানের সময় জেনে নিতে হবে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS