Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভোটার স্থানান্তর

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

আবেদনের সহিত নিম্নোক্ত  কাগজপত্র (প্রযোজ্যক্ষেত্রে)

সংযুক্ত করতে হবে

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

ছবিসহ ভোটার তালিকায় নাম স্থানান্তর।

নির্ধারিত “ফরম-১৩” এর মাধ্যম সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার (যে এলাকায় আসতে ইচ্ছুক) বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে স্বশরীরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদনপত্র দাখিল করতে হবে।

(১)  জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,

(২) চেয়ারম্যান/মেয়র/প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র,

(৩) পৌরকর রশিদ/চৌকিদারী কর রশিদ

(৪) বিদ্যুৎ/টেলিফোন/গ্যাস বিলের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

(৫) চাহিত এলাকার বাসিন্দা মর্মে সংশ্লিষ্ট এলাকার মেম্বার/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।